Friday, April 19, 2013

মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম



বাঁধন আরেং

Cultural and Development Society (CDS) গারো শিশুদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০২ সাল থেকে কাজ শুরম্ন করে। শেরপুর জেলার শ্রীবরদী এলাকায় ২০১০ সালে দুটি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি মাতৃভাষায় শিক্ষা দান কার্যক্রম চালু করে। এর মধ্য দিয়ে নিজস্ব কারিকিউলাম প্রয়োজনের বিষয়টি গভীরভাবে অনুধাবন করা গিয়েছিল এবং চেষ্টা চলছিল কারিকিউলাম তৈরির। এ অবস্থা থেকেই প্রাক-প্রাথমিক শিশুদের জন্যে ‘ABACHENGANI KI∙TAP’ এবং ‘BISARANGNI GOLPO ARO GOSERONG’ দুটি পাঠ্য বই লেখা হয়। বই দুটি তৈরিতে অনেক মানুষের অবদান রয়েছে। এক্ষেত্রে আমত্মর্জাতিক শ্রম সংস্থা (ওখঙ)-এর সহযোগিতা খুবই গুরম্নত্বপূর্ণ। কর্মশালা আয়োজনে তাদের অনুদান সহায়তা কাজের গতি বাড়িয়েছে। Garo Lingual Education Interaction Bangladesh (GLEIB) দলের সদস্যগণ কর্মশালায় সহায়তাকারীর দায়িত্ব পালন করেন।
শিশুরা দেখে, শোনে ও বলে শেখে, বিষয়গুলো বিবেচনায় রেখে বই দুটি তৈরী করা হয়েছে। বর্ণমালাগুলো দেখে চিনে বলতে পারবে, ছড়া বলে ও গল্প শোনে আনন্দ পাবে- এভাবেই শিশুরা শিখতে থাকবে। আশা রাখি, বই দুটি গারো শিশুদের মাতৃভাষায় শিক্ষার কাজে সহায়ক হবে। কার্যক্রমকে সফল করার জন্যে সহায়তা দানকারী সকলের প্রতি কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে ২৪টি স্কুলে শিশুদের শিক্ষা দানের কাজে বই দুটি ব্যবহার করা হচ্ছে। আরো অনেক স্কুল থেকে বই-এর জন্যে আবেদন আসছে।

No comments: